একই কথা, অর্থতে ভিন্ন
অন্যায়ে করতে চাওয়া-মান্য ,
চাতুরাল গোঁজামিলে ধাঁধাঁবদ্ধ কথা
ছলবাজধর্মীতা হাত বাড়ায় মিথ্যা সখ্যতা ।
নিজ স্বার্থে তুতুরীর স্বর, যদিও ফাঁটা ঢোল
গালভরা কথা-কাজে, খিচুড়ি সম ওঠে রোল ।


কালটা যে নাটকের যুগ
সব কাজে প্রচার চলে- খুব ,
যদিও মুক্তমনা, হয়ে দিশেহারা
এমনি ধারায় জীবনে, বাঁচা ও বাড়া ;
অসারের কণা নিয়ে আঁকড়ে ধরলে তারা ;
হককর্ম-বোঝাপড়া, সবই জীবনে যায় মাঠেমারা ।


(০৯-০৫-২০২১)
ধাঁধাঁবদ্ধ = ধাঁধাঁ + আবদ্ধ । তুতুরী > বাঁশী বিশেষ । রোল > শব্দ । হককর্ম > ন্যায্য কাজ । মাঠেমারা > সমাপ্ত ।