সবে জানে মানে, গাধা- নিরীহ বোকা ,
        সে কাঁদে না দুঃখে
        যদিও লাফায় সুখে ,
ভেঙে পড়ে না- থাকলেও সে একা !


একদা গাধার ছিল এক সুন্দর রাজত্ব ,
      সেথা বসবাস দিবা-রাত্র
      চরিত মাঠে সবে একত্র ,
নির্ভয়ে বাঁচা, না বিভেদে, টানাটানি সত্ত্ব ।


মানুষেরা এসেই গাধারে করে ধ্বংস ,
       আচরণ অকথ্য শব্দে
       বাধায় হানাহানি মধ্যে ,
হিংসার অপগুণে, মানুষ বাড়ায় বংশ ।


বুদ্ধিমান মানুষ লড়ে আজো অকারণ ,
     গাধারা দেখায় বাঁচার ধরণ
     সে নীতি অকদর, না স্মরণ ,
এখন মানুষে ডাকে মানুষের মরণ !


(ইং-২১-১১-২০১৯)