সন্ধ্যে হতেই ফুটছে কত
রং-বেরঙ্গের বাজী !
পথের শিশু দেখছে শুধু
কারণ পায় না খুঁজি ।
জেতার দল উড়ায় ফানুস
জয়ের অহংকারে ,
অভাবী শিশু কেঁদেই সারা
নেইকো আহার ঘরে ।


খুশীর তরে জনতার পুঁজি
খৈএর মত ছড়ায় ,
নেতার গৃহ আলোয় ঝলমল
সবার মন কাড়ায় ।
কস্তুরী আতরে মৌ-মৌ ঘ্রাণ
নেতার ঘর-দুয়ার ,
দস্তুর মত ভোজের বাহার
ভরা খুশীর জোয়ার ।


(ইং-২৩-০৫-২০১৯)