সুশাসনের তরে ভোটে যতন
হেরি, যোগ্য দলটি, মন মতন ,
ওরা যেন ভাতে ভর্তি হাঁড়ি -
এবার পলায়ন কষ্ট,-দেশ ছাড়ি ।
একের হদিসে জানবে জাত ,
কি রকম সুস্বাদু না জানি ভাত !


নির্মূল হবে সব জ্বালা অভাব ,
দুষ্টু ছাড়িবে ভ্রষ্টাচার, স্বভাব ।
জনতার প্রতি শাসক প্রসন্ন -
ঘর-ঘর পৌঁছাবে মিষ্ট পরমান্ন ।
আসার প্রাক্কালে পরকে গালি ,
আস্থায় জনতা বাজায় তালি ।


উপযুক্তের বিজয়, নেই খোঁট -
দূরভিত এবার সমূলে সঙ্কট !
কতোর না আবেশে উদাহ দুখ ,
সে সরল ভুলানো সান্ত্বনা সুখ ।
ভোটে জনতা যদি না জাগে ?
এ প্রথা চলিবে সহজে আগে ।


(ইং-০১-১০-২০১৮)