ও ভাই ! চুপসে কেন গাল ?
চোখ দু’টো যে লাল-
লজ্জায় হ’ল নাকি ?
নও যে ছোট খুকী ,
দিল কি কেহ- গালমন্দ
রা সরে না- মুখটি বন্দ !


ব্যাপার-স্যাপার বলো না- ভাই ?
তোমায় দেখে দুঃখ পাই ,
আচ্ছা ! বাজেট এসেছে কাল -
হবে না বুঝি- মালামাল ?
পেট্রোল বাড়ে, ডিজেল বাড়ে
করের বোঝা পড়ল ঘাড়ে ,
দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া
কাটিয়ে ওঠ ওসব মায়া ।


সবুর কর নয় এ মেকী
চারটা বছর আরো বাকি !
পুঁজি তন্ত্রের এমনি রীত্-
ওরা গড়বে দেশের ভিত ।


(ইং-০৬-০৭-২০১৯)
#-এক বছরের বাজেট এলো, উপর তালার যদিও কর বৃদ্ধি করা হল , তাঁরা সশক্ত
সহ্য করে নেবে , এদিকে দ্রব্যমূল্য বাড়লে গরীব কি করবে ! আগেই সে অভাবগ্রস্ত । রম্যরা বলবেন, এমন তো ধারা, ব্যতিক্রম কোথায় ! উপোষীরা জানে এ ধারা ঠিক না ।