গরীব হ’লে- নাই বাঁচার উপায় !
কপাল ভরা তার ঝড়-ঝঞ্ঝায় ,
যেমনি- বাঘে ছুঁলে আঠারো ঘা -
তেমনি- নানা ফাঁদে জড়ানো পা !
প্রকৃতির মার- দুনিয়ার বার !
আর মানুষের মার ? বেখবর !


আস্থা-বিশ্বাসে পুরুতের কাজে -
যেন, ছাগল-ছা-হয়ে বেঁচে আছে !
অপিস-কাছারি, মকদ্দমা- তায় ,
কত যে অর্থ অকাজে ব্যর্থ যায় !


সে কায়িক শ্রম অভাব্য শোষণ
যেন শ্রাবণ ধারায় যাতনা বর্ষণ ।
গঞ্জনা, ভর্ৎসনা, অপমান আর -
অপয়া- আখ্যান , সারা সংসার !


অশেখা বিদ্যা, প্রকাশে হাবভাব -
কালের যোগ্যমূল্যের অভাব ,
ছলনার রাজে নয় সে তরতাজা ,
তার জন্য দায়ী পুঁজিবাদী ব্যবস্থা।


(ইং-০৮-০৮-২০১৮)