যুগ, যখন পড়ে, মহাফাঁপরে !
সে তখন বদলায় উপায় ধরে ।
আসে ভাঙন, আঘাত-ঝামেলায় ,
তবু ,আলোকে আশা জোগায় !


রামায়ণ মহাভারত অন্য আরো –
আজি ভাবায় ! এ যুগে তারাও ।
সে পুষ্পক রথে, জাগে শঙ্কা !
সোনার ছিল কী তখন লঙ্কা ?
সে যুগের কত এখন অচল ,
অনেক নবরূপে, অধুনা সচল ।
    
চলন টেলিগ্রাম, গেছে উঠে -
আজ ট্রাম, চেষ্টায়,ওঠে-ওঠে !
আগে রেল, সে জাপান রেল !
পয়সা বাঁচে, বাঁচিবে তেল ।
বেকারের দল, শূন্য শেষ -
কাজের সুযোগ- অতি বেশ !


বড়োর বাড়, আগের মতন -
সরকারী ব্যবস্থা, হবে পতন !
দলের ঝামেলা- নয় মেলা -
রাত বেরাত শান্তির চলা !
কর্মচারী য়ুনিয়ন, নিষ্প্রয়োজন ,
দেখা সেথা, স্বৈরাচারী শাসন !


(ইং-১১-০৭-২০১৮)