সামনে আজ যা দেখা সব স্থান
গতর পেছন দিনে ছিল না এ মান ,
সবেগে পথ চলায় নদীদের ধারা
হয়তো মরুপথে হ’ল তারা হারা ।
গঙ্গার অতল তলে জমিল পলি ,
কত অফোটা ফুল ঝরে তার কলি ।


ধ্বস নামা গ্লাসিয়ার বরফ গলা জল
মরা গাঙে পুনঃ ভরে জোয়ার সচল ,
জীবের জীবধর্ম-মতি, ছিল না এমন
অতীত ছিল ভিন্ন রূপে, মনুষ্য জীবন ।


প্রমাণের পরাকাষ্ঠা, সাক্ষ্য ইতিহাস
দৃঢ় চেতনারা ভবে জাগায় বিশ্বাস ,
ভেব না এমনি ধারায় বহিবে ক্ষণ
আগামী সময়ে হবে, বহু পরিবর্তন ।


(ইং-১৯-০৩-২০১৯)