পরিবর্তন চলে ধীর- মহাধীর
সাগরের সীমানায় দেখা যায়
বিশেষ না পরিবর্তন তার তীর ।


সাহারার খাঁ-খাঁ করা তপ্তমরু
গড়ে নি হঠাৎ করে এমত রূপ
অতি অতীত থেকে হয় শুরু ।


করোনা, কঠিন রোগ- জীবাণু
কত বছর লাগে নিরাময়ে তার
অহরহঃ শিকার মনমস্তিষ্ক-স্নায়ু ।


বৈজ্ঞানিক চেষ্টায় আজ হতভম্ব
খোঁজায় ব্যস্ত সহজলভ্য পথ
তবু বোঝে এ এক জটিল কম্ম ।


সর্বস্তরের মনুষ,-চিন্তায় আকুল
জীবন ঢাকা, কালোমেঘে অতুল ,
খুঁজে পায় না কারণ-কিনারা-কূল ।


(২৪-০১-২০২২)