উঠতি যৌবন, কুসুমিত মন
পর মঙ্গলে, বক্ষ ভরা পণ ,
পারে না সহিতে পর দুঃখ -
প্রচুর মেলে এমত সাক্ষ্য ।
পরোপকারে, বিঘ্ন টেনে
বন্ধুর তরে জীবন দানে ।
সুখ-বাসনায় মনের আশে
নেতার ঘেরা জালে ফাঁসে ।


নেতার সূক্ষ্ম ধ্যান-ধারণা
হুজুগী যুবক দলে টানা ,
সরল মনের আদল বুঝে -
যোগাড়ু নেতা হন্যে কাজে ।
ফন্দি আঁটেন নিজদল বৃদ্ধি
সৎএর বুদ্ধি, করেন অশুদ্ধি ,
হাওয়া ভরেন সব চেলায়
নেতা মাতেন স্বার্থ খেলায় ।


স্বার্থসিদ্ধির উপায় খুঁজে -
ভোটে জয়ের লাভ বুঝে ,
দেশ জনতায় হরসম্ভব
দেখান নিজেকে মহানুভব ।
মুনাফার ফানুস ওড়ে গগন
মধুর আস্থা ,শোষণে শাসন ।
চরম বিপদে অস্থির জাতি
কুম্ভীর কান্না সারেন অতি !


সময়ে রূপ বকধর্মী ভেক
ছলনার পথ জানা অনেক ,
লেশহীন লজ্জা, চর্ম চক্ষে
দয়ামায়া না কঠোর বক্ষে ,
শিক্ষা হল না ,বিপদে পড়ে -
এঁরাই জাঁদরেল হাল ধরে ।
ভাবুন একবার, জনম তাঁর
প্রভু রূপে শোভে, এ সংসার ।


(ইং-০৪-০৫-২০২০)