মানব তাঁরা যে অমৃতের পুত্র ,
মহিমায় মণ্ডিত পবিত্র- চরিত্র ।
কুটকুট ভরা জ্ঞান- বুদ্ধি- হুশ ,
তাই তো জগৎশ্রেষ্ঠ সে মানুষ !


একদা বনে জঙ্গলে কাটে কাল
তবু রূপ-শ্রী, ধরে রাখে পল-পল ,
ঘরশূন্য কত কাল -নিঃস্ব হাল,
তবু জ্ঞান খুঁজিত সকাল বিকাল ।
তাঁর গুণে ভরা যে ঘোরাফেরা ,
কর্ম মাধ্যমে তাঁর আগে বাড়া ।


অলস যারা করে না কাজ -
সমাজের বোঝা তারা যেন আজ ,
সে হয় অনেক ভাল, কিছু বলে ,
সে ভয়ংকর ! যে থাকে আড়ালে !!


সময়ে দাবানলে- যে জল ঢালে ,
তাঁকে অনেক ভাল, বলাটা চলে ।
সে দুধের গাভীর লাথিও ভাল ,
সময়ে সে তো দুধ-সুধা, দিল !


যার জ্বালা ধরে না- কটু কথায়
সন্দেহ ? কত বুদ্ধি তার মাথায় !
যে নড়ে না হাজারো চেষ্টায় -
জড়সম জীবন, এ ভবে কাটায় !


(ইং-০২-০৯-২০১৮)