সে যে শাসালো ! বাংলার কাঁকড়া -
স্বাদে অতি সুস্বাদু, সংসারে তারা ৷
বাণিজ্যতে ব্যাপারী করে হুড়োহুড়ি ,
জাহাজে চালান তায়, বিদেশ পাড়ি ৷


কতনা পাত্রে ভরা সেথা কাঁকড়া ,
ডোলের ঢাকনা খোলা, রয় ছাড়া !
সাথে এক অচেনা বিদেশী বণিক ,
আশ্চর্যচকিত হয় দেখিয়া ক্ষণিক !
ও-ভাই, কেন রাখা কাঁকড়া খুলে ?
সব সাগরে যাবে, অচিরে চলে !


উত্তরে জানায় স্বদেশের বেনে -
বাংলার কাঁকড়া যাইবে কেমনে ?
তোমার দেশের কাঁকড়া এরা-না !
স্বাধীনে বাঁচতে নেই তার জানা ৷


একটা উঠিলে উপরে শুধু মাত্র -
অপর নহে সেথা ছাড়িবার পাত্র ,
মুক্তিতে নেই সাধ্য, এখানে কারো -
পা ধরে টানিয়া নীচে করে জড়ো !
বাংলার কাঁকড়ার চরিত্র যে এটা -
পরশ্রীকাতর মন, ওদের ভরা-পাটা !


(ইং-২৪-০৯-২০১৭)