অনেক কান্না কেন্দেছিল সে দুঃখী ভূতের মা ,
তবু দূরীভূত হয় নি তার অতল ক্ষোভ জমা ;
অবুঝ ছেলের বাচাল আচার সবই মান্য করে
ভবিষ্যতের মুখটি ভেবে অসীম ধৈর্য্য ধরে ।
পর দুয়ারে কাজ করে হয় আহার সংস্থান ,
করেনি কম কোন খানে পড়ায় ছেলের মান ।
পারেনি দিতে সময়ে তারে বাইক, মোবাইল ,
বোকার মত হঠাৎ রেগে বিষে হ’ল সে নীল !


রাতে আবার ভূত হয়ে ভেংচি কাটে রোজ
মার সংসার দুঃখে ভরা নেয় না মোটে খোঁজ ।
স্বপ্নে দেখে আমেরিকায়, উড়োজাহাজে ওড়ে
যে কোন দেশ যখন তখন ইচ্ছে মত ঘোরে ।
কাঁচা হলুদ, উজ্জ্বল বর্ণা, স্বর্ণ জ্যোতি -হেম ,
সাথে আবার পরীপরাস্ত, অপরূপা এক মেম্ !
মা ডাকেন আদর করে, কাছে আয়রে বাবা ,
ছেলে বলে, চরমে আমি অর্থে অন্ধ, বোবা !


(ইং-১৪-১০-২০১৯)