কোন্ সে প্রভাতে
শখে মানব মাতে ,
ভরাপেট, তবু অতৃপ্ত  
নুতনরে চায় করিতে রপ্ত ।
গান বাজনা খেলা-ধূলা ,
তার বাঞ্ছা আরো মেলা ।


অক্লান্ত শ্রমে- কাজে
চিত্ত বিনোদনে মজে ,
সে উদবেগ ভাবনা যতো
নিজেরা গড়ে মনের মত ।
তাই আজ কৃষ্টি-সংস্কার ,
সমাজে ভরা সে ব্যবহার ।


খাদ্যে যদি মেশে বিষ !
মানুষ ছারখার চতুর্দিক ।
কৃষ্টি যদি করা দূষিত ,
সমাজ ক্ষয় অবিরত ।
বিষাক্ত চলন অপগুণে
ধরে হাড়-মজ্জায়- ঘুণে ।


(ইং-১৮-১২-২০১৮)