নদীপাড় ভাঙিলে তার রক্ষা কঠিন ,
কিছু কিছু অবক্ষয় নিয়ত প্রতিদিন ।
হঠাৎ করে ধস্ নামে ক্ষতি অনেক ,
প্রতিদিন ভয়ে ভীতু- প্রাণী প্রত্যেক ।


সমাজের মাঝে আজ দেখি ভাঙন
তানাবানা ছিন্ন যেন প্রতিজনার মন ,
অর্থ যোগাড়ে নরনারীর কর্মব্যস্ততা
চায়, বৈষম্যহীন সমতার সুব্যবস্থা ।


গত আচার আচরণ, নীতির প্রচলন
হালে কর্মকাণ্ডে হ’ল বহু পরিবর্তন ।
কত আহত, কষ্টে কাটে যে জীবন
অপারক মিলে চলা, মনঃ অন্তকরণ ।


সংসারে ভাঙন ,নিত্য দিনের খেলা
কত-কত অসহায় জীবন হয় হেলা ,
অগাধ দুঃখসাগরে দেয় তারা পাড়ি-
সুতোছিঁড়ে উদাহ উড়ে যায় ঘুড়ি ।


(ইং-২৩-১০-২০১৯)
হিন্দী শব্দ, তানাবানা > মিলমিশ ।