অপগুণ শাসনেতে করিতে দূর
জনগণ চেষ্টিত সর্বদা ভরপুর ,
বরদানে তাঁরা পেল সশক্ত মন্ত্র  
ভোট দ্বারা গড়ে তোলে- গণতন্ত্র ।
দেশের শ্রেষ্ঠ কাজ হিসাব রক্ষা
আয়-ব্যয় তার চাই ন্যায্য সমীক্ষা ।
এ কাজে ঘুণ ধরা চরিত্রে কালি
দর্শনে রূপ দেখা কত নেতা হালি ।


নেতার-বেশ যদিও উদার স্বভাব
দেশবাসীর তরে তিনি মহানুভাব ।
নেতার চরিত্রে চাই সততার-প্রসার
সমতার সাথে প্রেমপ্রীতি ব্যবহার ।


নির্বাচনে প্রার্থী হতে নেতা মাতে
কত না ছলবল কলা পোষে সাথে ,
হাবভাবে সুকর্মী, কর্মঠ অতিবড়
জাহির করেন বিদ্যাবুদ্ধি ,শক্ত-দড় ।
কত না ত্যাগী ভাব সেবার ইচ্ছা
তবু ফাঁস হয়, কেলেঙ্কারী কেচ্ছা ।
সেবাতে তাচ্ছিল্য, নেই বাধ্যবাধকতা ,
শূন্য কাঁধ তাঁর সব দায়বদ্ধতা ।


(ইং-১৮-০১-২০১৯)