বিচারের আশায়- এক শিয়াল ,
টপকায় কাজীর উঁচু দেয়াল ।
ফরিবাদ নিয়ে বিনয়ে জানায় -
বিচার দানো, হে বিচারক মহাশয় !


সেথা, কানা-খোঁড়া মুরগী মারায় -
হয় গণাক্রশে বাপের হত্যা- তায়  !
হত্যাকারীদের শাস্তি আমি যে চাই -
বিচারে যেন তার ন্যায্য ন্যায় পাই ।


হুকুম দিয়ে তাকে বাঁধে কাজী -
বলে, নচ্ছার !বদমায়েশ ! পাজী ?
সে চায় বাপের বিচার ? এয়ার্কী -
শিয়ালকে মুণ্ডন করায় অতি শিঘ্রী !

হতভাগা ! আমি ন্যায়ী বিচারক -
আমার বিচারে এমনটাই হোক ,
জনতার বিচার, উপযুক্ত ঠিক -
বাপ পেল শিক্ষা ,কর্মের দিক !


নয়ন জলে জানায়- শিয়ালে ,
তবে কী বিচার না, বাপের কালে ?
কত জনে করে, অগুন্তি খুন !
নেতা যখন দেশেতে ধরায়-ঘুণ ?
ধোঁকায় ব্যঙ্ক লোটে, কোটি-লক্ষ -
হয় না শাস্তি সহজে- প্রত্যক্ষ !


খিদেতে মারা, আধ-মরা, মুরগী -
তা’, কানা-খোঁড়া আবার সে রুগী !
বাপের বিচারে দণ্ড দেবে- মৃত্যু !
তার বেলায় ন্যায় নাই- কিচ্ছু ?


(ইং-১৯-০২-২০১৮)