হিংস্র পশু- তার বাড়ন্ত চাহিদা মেলা
আছে পেটের টান ,এ মস্ত বড়ো জ্বালা ,
যখন তখন আক্রমণ মানুষের ও প্রতি
স্বভাব- ভাব ক্রুরতম ফেরে না সুমতি ।


ঢাক-ঢোল, আগুন, ফাঁদ- ভয় দিয়ে
মানুষ হয় সফল জন্তুর বিপদ জয়ে ।
বল্লম-সড়কি লাঠি তীর বন্দুক যথেষ্ট
মানুষের পরাক্রম ঠেকানো অতি কষ্ট ।


চাই উন্নততর অস্ত্র-শস্ত্র গাদা গাদা
যতো দিন যায় এর বাড়িছে চাহিদা ।
কাঁটা তারের বেড়া কোথাও পাঁচিল
আবার পাহারায় রত ব্যাপক খালবিল ।
সভ্যতার মাপকাঠি এ যুগের প্রমান
তুলনায় পশুরা অত করে না হয়রাণ ।


(ইং-১৯-১২-২০১৯)