নিম্নবর্গ, আর্থিক রূপে গরীব ,
যদিও নয় তারা সম্পূর্ণ শরিফ ;
তবু সততা ,দয়া-মায়া, ন্যায় ,
হৃদয়, গুণে ভরা প্রতি কথায় ।


সমাজ মাঝে বেঁচে, মধ্যম বর্গ ,
তারা স্বপ্নে বিভোর চায়- স্বর্গ ;
পাপ-পূণ্যে সমভাগে থাকে মতি ,
সত্য আর মিথ্যায় ধাবমান গতি ।


ঊচ্চ মধ্যম বর্গ, যতেক নির্ভর
ভালবাসে সেবা, চাকর-বাকর ,
সততা কিছুটা আঁকড়ে সে ধরে
ধন-ধ্যানে, বসবাস- সংসার পরে ।


ঊচ্ছবর্গ, ধন-মদে মত্ত বেচারা ,
প্রায় সত্য পথে যায় না তারা !
দুধ- রুটির দর, নেই অনুভব ,
গরীবের মহত্ব, বোঝা অসম্ভব !


লেখায় অতি ঊচ্ছবর্গকে নিয়ে ,
কলমের কালি সব- যায় শুখিয়ে !


(ইং-২৬-১১-২০১৮)