গত জন্মের কারণ বলে, জন্ম বংশ নিয়ে -
সমাজময় বেদনায় বাঁচা, অসহ্য কষ্ট সহে ।
এমত বিচার অনত্র, নজরে বড়ো অভাব -
বাকিরা চায় সমতা, একতা, শান্তি সদ্ভাব ।


যে জন্ম ক্রমে ভাগ্যবলে জাতের উপরে –
তার মনটি ভরা সমাজ জ্ঞানে অহংকারে ,
খোঁজে না জাতের সত্যতা, সূত্র জানার  
ধর্মে বাধা ঊর্ধ্ব বংশের চলিত আচার ।


স্পর্শে না গাত্রে, নীচের যুগ হাওয়া তার !
জাতের সুখে মত্ত সে,-সময় করে পার ।
নিন্মের নিত্য বিদগ্ধ চিত্ত, অপমান জ্বালা -
তারে পদে-পদে করা নির্যাতন, অবহেলা ।
শোক-দুঃখ, অভাব-অনটন,ক্ষত, কত
উপরওয়ালা ভাবতে পারে না, অতশত !


তারা সুরক্ষিত মহলে, চিততরে শূন্য ভয় ,
কেন করিবে পর তরে ,নিজ সুখাংশ ক্ষয় ?
কেন ছাড়া, সূঁচাগ্র অজাচিত দান ভূমি ,
কেন ডাকিবে কুক্ষণ, ত্যাগে নিজ জমি ?
জীবিত থাক এ জাত-পাত প্রথা চিরতরে ,
কত না সম্ভাষণ, আর্তরে আদরে- উপরে !
(ইং-২৯-১০-২০১৮)


#-ঘটনা, উত্তর প্রদেশ, কাসগঞ্জ, এটা ।
ইং-১৬-১২-২০১৮- এ দিন স্ববর্ণ তারা দলিত বরকে ঘোড়া থেকে নামিয়ে বিবাহ স্থলে যেতে বাধ্য করে যদিও পুলিশ সংরক্ষণে মজুত ছিল । উভয় পক্ষ মামলা দর্জ করে । ( হিন্দী পত্রিকা, ভোপাল ইং-১৭-১২-২০১৮ ) ।