সচ্চরিত্র ভাবুক মনা
রাজা যুধিষ্ঠির, রাতে স্বপ্ন দেখেন নানা ;
যম এসে সাবধান বাণী কয় ,
হে যুধিষ্ঠির ! তব রাজে শীঘ্র আসিবে প্রলয় ।
এত সততা টেকে না কালে- ধরায়
হয় উত্তম একটু আধটু রাজকাজে মিথ্যা বলায় ।


দেখ চেয়ে, কেহ বলে, ‘দেব সোনার বাংলা’
তার গ্রামে দেয়নি সবারে পানীয় জল
আছে শেখা গরিমাময় খলে ভরা ছল
রাজ পেলে সরকারী উপক্রমে লেগে যাবে তালা ।
তার রাজ্যে, ভুখা পেট ঢিলা ঢোল
সকাল-সাঁঝে মাতম মিছিলে সুরধ্বনি ওঠে হরিবোল !


রাজকাজে চাই বেশ গলা বড়ো
তবেই না মানুষ সভা-সমিতিতে হবে জড়ো ?
জেনে রেখ , এ বুদ্ধিমান নর -
সুখ পেলে তার দ্বারা রাজ্য হবে নড়বড় ।


(৩১-০৩-২০২১)