আঁতকে উঠি প্রায় ঘুমে
মাঝরাতের স্বপ্নে !
অসহনীয় বেকার জ্বালা
বেদনা ভরা মনে ।


উঁচু পাহাড় সেথা হ’তে
দিচ্ছি যেন ঝাঁপ !
যমদূতেরা শিয়রে দাঁড়ায় ,
শূন্য মনন্তাপ ।


অদূরে দাঁড়িয়ে মাতাপিতা
করছে তাঁরা মানা ,
ভাই বোন, চোখের জলে
করুণ স্বরে কান্না !


দেবতারা সব উপর থেকে
দানে না আশ্বাস ,
উল্টে আরো তামাশার ছলে
করছে পরিহাস !


বিবেক একদা ধিক্কার হানে ,
কী করছিস তুই ?
তোর সম অধম মানুষ
দু’টি নাই- এ ভূঁই !


(ইং-০১-১১-২০১৮)