আশা ভরে অন্তরে, সে স্বপ্ন -
কর্ম প্রচেষ্টা, আকারে জীবন্ত ,
সব স্বপ্নরা ছিল, দেশ হিতে -
হৃদয়ে পালে তারে নিভৃতে ।


রাখি দৃঢ় আস্থা- আদ্যপ্রান্ত -
কামনা সাকার রূপে, অনন্ত ,
পোষিত স্বপ্ন- জগৎ মঙ্গলে -
কত না কঠোর মন্ত্রণা চলে !


পল-পল গাঁথিয়া মাল্য-ফুল -
সাজাও কাব্য, দ্রোহে অতুল ,
এ হেন সে মহান ! মুষ্টি তান -
প্রতিভাত, করো-আশমান !


এঁকে ছিলে সে ছবি- সমতার ,
সমাজবাদ ছিল- জীবন বিচার ;
গর্জে ওঠো অমানিশা কালে -
কোন ভুল হয়নি তব চালে !


দেশের সুধী জন, দিল মন -
মানিল বাণী , অমূল্য রতন !
দিকে-দিকে হেরি নবজাগরণ ,
পরাধীনে ত্রাণ, হুঙ্কারিতে রণ !


হায় ! সম্মুখে যম, দানিল মরণ ,
অশ্রুজলে আজি তোমারে স্মরণ ।
হে বীর কবি ! জাগ পুনঃ ,
তোল আওয়াজ বজ্র সম !
তব প্রখর লেখনি জাগুক আজি ,
ধর দেশ-হাল, উদ্ধারক-মাঝি ।


(ইং-১৫-০৮-২০১৮)
*-শ্রদ্ধেয় কবি সুকান্ত ভট্টাচার্যের শুভজন্মদিন (১৫ অগাস্ট ১৯২৬) । তাঁকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ।