দেশ চালক, তাঁর সুখ-শান্তি অমোঘ
ভুল পথে যাক না দেশ,তাঁর না দুর্ভোগ ,
দেশের চাকা খানায় পড়ে না গাড্ডায় -
কোন ভ্রূক্ষেপ নেই চালকের মাথায় ।
মুখথুবড়ে পড়ুক না দেশ ,
জনমাঝে না বিদ্রোহ জনাক্রশ-বিদ্বেষ ।


প্রকৃত গাড়ির চালকের আছে ক্ষোভ
অনেক ধকল, সাথে নানা তাপশোক
বিশেষ করে উড়োজাহাজ আর রেল্
একটু অসাবধানে মেটে জীবন-খেল্ ,
পদে পদে সাবধানতা, বিপদের ঝুকি
জীবন ভর হতে হয় দুর্ঘটনার মুখোমুখি ।


জনতার হলেও অশেষ দুর্গতি
মনে ভাবে না নেতার ভীমরতি ,
বাড়ালে, বেকারী সংখ্যার তাণ্ডব
কেহ পায় না তাতেও তাপশোক ।
হাড় জিরজিরে করিলেও.... দেহ মজ্জা
চালক শাসক তবু পুনঃ জিতে হয় রাজা ।
বড়ো জোর কিছু কিষাণ প্রাণ হারায়
কোন রূপ দোষ পড়ে না চালকের গায় ।


(০২-০৪-২০২১)