ঘুঘু খায় পড়ে থাকা শস্যকণা, ধান ,
তবু তারে সহ্য নয় ! ব্যাধ বধে প্রাণ ।
সততায় সৎ পথে তার মাত্র চলা ,
কেন এত অনাদর সবে করে হেলা ?
করজোড়ে নতজানু মাথাখানি নুয়ে ,
চাইল বিচার ঘুঘু , যমালয় যেয়ে ।
হে দেব দাও তুমি বাঁচার অধিকার ,
তোমার রাজত্বে কেন অন্যায় অপার !


শান্ত ভাবে দেব জানায় । শোন উত্তর ,
শোষণে ভরা এ ধরা ! যতেক প্রান্তর ।
বড়ো তারা দম্ভে ভরা, বুদ্ধিভ্রষ্ট মন -
অবিবেক মূঢ়মতি ! এসব কারণ ।
শোষণের যাঁতাকলে পিষ্ট সে গরীব ,
তুমি তো ঘুঘু !তারা নরকুলে শরিফ ।


(ইং-১০-০১-২০১৯)
*-শরিফ > সৎ, সাধু ।