জয় ! সে প্রাঞ্জল, তায় সুন্দর !
তাই সবে জয়েরে করে কদর।
জয় ! দূর করে বাধা-বিঘ্ন ,ভয় !
কত না সুনাম ! সম অমৃতময় ।
হয়েও জয়,কত জয়- নামহীন!
ঘটিত এ প্রথা যুগেযুগে,প্রাচীন।


আজ বিশ্বের সর্বত্র, দিক-দেশ -
প্রায় জয়েতে জয়ী- তারা বেশ!
বন,মরু, সাগর, পাহাড়- শৃঙ্গ -
এ কাজে জয়ে কত যে ধন্য !
সুদূর মঙ্গল গ্রহ, আকাশ, চাঁদ,
জয়ে সে সসাগরা, দেয়নি বাদ !


জয়ে, রোগশোক, অভাব কত ,
আজ করিছে জয় তারে অবিরত ।
অপূর্ণ রয় সে বিষয়, পুরো জয় -
কোথাও সে জয়ে বিঘ্ন, বিস্ময় !
যদিও সম্বল, শুভপল, সহায় ,
তবু জয়ে মানব 'মন', অপরাজয় !
সংসারে কত না কঠিন এ কাজ ,
যেন সবে চিন্তিত, হতবাক আজ !


(ইং-০৭-০৭-২০১৮)