ফেলে আসার অতীত ঘটনার, চিরসাক্ষ্য পৃথিবী
পার করা, কাঠিন্য ভরা, কত স্থিতি-পরিস্থিতি ।
কত না ঘূর্ণন, সাথে অনুক্ষণ, পৃথিবী বয় গতি
মনুষ্য মতি বুঝি না ক্ষতি, অবিবেক তায় অতি ।


সে ইতিহাস, করে ফাঁস, অতীত পায় প্রকাশ
কষ্ট-জ্বালা আছে মেলা, পাই যে তার আভাস ।
রবে না সবে, পৃথিবী রবে, গতি নিয়ম মেনে -
ঔদ্ধত্য অতুল, মানুষ পুতুল, দুর্ভাবনা মনে ।


যেথা চমক, যাকযমক ,পঙ্গপালরা ওড়ে
তারা অবেলায়, জীবন দেয় ,আগুনেতে পুড়ে !
সেই আদিমের ধর্ম জানি, কর্মে মাথা ঘোরে
একদা বলহীন, গতে সুদিন ,সব রবে পড়ে ।


(ইং-১৩-১২-২০১৯)