খালি পেট, জানায় আভাস ,
ক্ষুধা যে প্রবল, খোঁজে গ্রাস ।
লাভের ধরণ-ধারা, ঠিক তাই -
আচার-ব্যবহারে নেতারে পাই ।


জনসেবকের ছলনা প্রবল -
স্বার্থ লাগি, বিছাবেই জাল !
নিজ ভাগ্য করিতে উজ্জ্বল ,
জনতারে ভাবে, সে ফুটবল !


দেশ সেবা যে মহান করম ,
নেতা মানে, শোষণ ধরম ।
ব্যাঙের গর্তে, ঢোকে সাপ ,
নেতার মনেও তেমনি ভাব !
ভোজে বাড়ায়, বেজায় সুখ -
সাত জনমের, মিটায় ভুখ ।


ধামা, ডোলে, ঘর ভরে ,
সুইচব্যাঙ্কে পয়সা পোরে ।
সম্পদ সীমা বাড়িয়ে মেলা
নিজ পসারে দেখায় জেল্লা !
দেশের কাজ, চাঙে তুলে -
বিদেশ ঘোরায়, মনন চলে ।


(ইং-১৫-১২-২০১৭)