মর্মে জানিও সে আস্থা স্থল, অতি পবিত্র ,
এখানে তাঁরই বাস, সর্বমঙ্গলে সচরাচর ;
ধর্মশ্রেষ্ঠ পুরোহিত, ক্ষমতায় সর্বোপর ,
পরহিতে করুণা সাগর ,সবে সমাদৃত ।


বহু অভাগার পালক, সম দেবতুল্য ,
নিঃস্বার্থ, নিরপেক্ষ, লোভ-ভোগ হীন -
সততায় জীবন ধারণ ,তিনি দুঃখী-দীন ,
দানেন জীবন দান, অনাথেরে ,অমূল্য


তবে, নিয়মে বাঁধা, কিছু ন্যায় আচার ,
প্রতিদিন নিষ্ঠ চিত্তে, দেবের যতন -
আচমন, প্রার্থনা-পূজন, সময় মতন ।
একাঙ্গী বিচার ধারা, ভরিয়া সংসার !


নয় অন্য মতে ! বাকবিতন্ডা- মনন ,
ভাঙতে অমান্য, মধ্য-লক্ষ্মণগণ্ডি যতো -
অবিরত নেই স্বধীনতা হেথা সাধ্যমত ,
মনে রেখ,নিলে আধিক্যে আসে সমন !!


(ইং- ০৫-০৫-২০১৮)- ব্যাঙ্গালোর