যুগে যুগে নীতির ধারা
যেন মহাকল্লোল, স্রোতময়- তারা ,
মনুষ্য কল্যাণে এক কর্মঘন পিরীত
নানা পরিবর্তন সংযোগে বহে সে রীত ।
রীত, উত্থান-পতনের অপরিমাপ খোরাক
তার ভাঙা-গড়ায় আসে বিপ্লবের ডাক ।


মাত্র দু’শত বছর গত
বৈজ্ঞানিক তাঁরা নানা আবিষ্কারে রত ,
কত কত নীতির পরিবর্তন
চারিধার চমক লাগা ধরণ ,
গোলকধাঁধায় বইছে জীবন-মরণ !


হাতে হাতে মোবাইল ফোন
প্রাণপ্রিয় এ যন্ত্র, বুকে ধরে যতন
মূল্যবান সময় বয় ,না তাতে গাঢ় মন ,
অজানা সুখ, সদা জগৎ করে ভ্রমণ ।


রীত নিয়ে বিদ্বান লেগে আছেন সবে ,
গবেষণা চলছে আগে,এ বিশ্ব-ভবে
না উদাহ হবে দুঃখ, আচ্ছাদন-পটল
আরো নীতি ঘনাবে আগে, বিকট অতল ।


(০৭-০৪-২০২২)
পটল > ছাদ ।