আমার পাঁঠা আমি লেজে কাটি বা মাথায়
পরের তাতে কী ?
আমার ঢাক আমি যেমনে বাজাই
কার কী আসে-যায় ?
বাজনদার সে তো হট্টগোলে-
খুশী রয় বেজায় ।


আমি বাতাসে উড়াবো ছাই
কথা ও কাজে , ভাব ভঙ্গিমায়
এমন কি আচরণ ব্যবহারে
কটূভাষ্য যাচ্ছেতাই ।
কার কি করার আছে, আমার এ ক্ষমতায় ?


হয়ে কলের পুতুল, আমার ইশারায় ,
জনতা পড়ে আছে যে যার জায়গায়
তারা, স্বাধীনে ব্যর্থ নড়াচড়ায় ,
আমি অসাড় করি আমার টাকায় ।


(২৫-১১-২০২০)