শোন্ রে মানব শোন্
মিথ্যা ওরে ডাকিস নারে-
নিজ ধ্বংস মরণ ,
ভবে ক’টা দিন হেসেখেলে
ন্যাস্ত রাখরে মন-
এমন অবসর পা’বি না আর ,
পর কাজে জীবন ।


ধৈর্য্য-বল্ , কর্ম ক্ষমতায়
নিজেরে কর যতন
সব দুঃখ পার পাওয়া যায়
মেলে সুখের ক্ষণ ।
মূঢ়-মুক-অবুঝ পাখী
কত সুখে বাঁচে
জীবন তাদের সুখ-বাহরে
তরুশাখে নাচে ।


মানবই ভবে পরম বন্ধু
শান্তির ধাম পুরোধা ,
মানুষে মানুষে আস্থা রাখ
প্রেমই অমৃত সুধা ।


(০২-১২-২০২০)