রাজ করার বড়ো ঔজার সে ঢাক !
বেদম বাজিয়ে তার শব্দে  
ভাবুক জনতা করা যায় অবাক ,
এর জন্য লাগে না- চড়ক ঘোরার বিদ্যা -
মামুলি বাজেটে কাজ সারা হয় সদা ।
আদিকালের এ মন্ত্র, পূর্ব সূরীরা দানেন
সংবিধানে শপথ নিয়ে, বরেণ্যরা-
এ হেন মসৃণ পথে চলেন ।


ঢাকের মুখে আর ঢাক কাঠির ডগায়
বাড়ে তেল খরচা অল্প কিছু আর
বাহুতে চাই বল- বাদ্যে হাত হেলায় ।
ঢাকের তালে শব্দ করে, তাক-ধুমা-ধুম-ধুম্
পাডাপড়োশী নাক ডাকিয়ে দেয় যে তারা ঘুম ।
এমনি অঢেল শব্দ জ্বালায় ,
সহজে দুঃখ, চিন্তা- পালায় ।


(ইং-১১-০৯-২০২০)
ঔজার > অস্ত্র .
সূরি, সূরী > কবি , বিদ্বান ।