দিনের শেষে বসে বসে জীবনের লেখাজোখা
লাভ লোকসান কত হ’ল হিসাব কষি একা ,
হতাশ বুকে শোকের ছায়া আভাস পাই মেলা
আপসোস নেই এসব নিয়ে, জীবন যেন খেলা ।
চিন্তাধারা অন্য যুগের, নিন্দায় পাটা-পঞ্চমুখ
আঁধার রাতে খুঁজে ফেরা ধামা ভরা নিজ সুখ ।


আমার আমার ভাবনা সাকার মনটি শুধু ঠাঁসা ,
হাতের সোনা ভেবে বসি তুচ্ছকাজের কাসা ।
জগৎ মাঝে আসল নকল অবোঝা জ্ঞানে বাড়ি
উপকারীর মূল্য ভুলে তার সাথে দেই আড়ি ।


শনি ব্যাটা পাছ ছাড়ে না ! দুষি কেবল তাঁরে
মনটা শুধু স্বার্থ চেতন, লোভ লালসায় ভরে ।
হিসাব কষা স্বভাবদোষ, আত্ম সুখের জল্পনা
গরমিল তায় হিসাব যতো, মনের সব কল্পনা ।


(ইং-০৬-০৩-২০২০)
*-বাড়ি > আগে অগ্রসর হই ।