জীবশ্রেষ্ঠ- জীব, মানুষ । শক্তিধর ,
তাঁর একছত্র রাজত্ব ভরে সংসার -
রূপগুণে ,মান ও হুঁশে সে-শশধর ,
কাজে রাখে সর্বমঙ্গলে বিশ্ব খবর ।


অদৃশ্য শত্রু আজ প্রাণ নেয় কাড়ি,
দুর্যোগে মানুষ যদি দেয় হালছাড়ি
মোকাবিলায় মানুষ হ’লে পরাস্ত ,
মানুষের আত্মগৌরব থাকবে না
হালে, সমাপ্ত হবে তাঁর অস্তিত্ব ।


একা মানুষ, তাঁর বল মাত্র মেধা
অগণিত অযুত শত্রু, উঁচিয়ে শির ,
তার সরাসরি হানা গৃহমাঝে -সিধা ।
করোনার সাথে রণজয়ীর যুদ্ধ কলা -
জটিলতায় ভরা এ-খেলা- মেলা ।
এ যুদ্ধ, নিজে বেঁচে, শত্রু নিধন -
তীক্ষ্ণ বিদ্যাবুদ্ধি-গুণ- প্রয়োজন ।


(ইং-০৩-০৫-২০২০)