দুই ষাঁড়, সেথা এক শান্ত-ভদ্র
অন্য হিংস্র ! জানে না সৌহার্দ্য ,
যখন মাথাটা গরম হয়ে যায় -
অভদ্র, সে সিং মারে বেজায় !


অভদ্র চায় লড়তে সব সময় ,
ভদ্রষাঁড়, স্বভাবে দূরে তায় !
অসহ্যে, যদিও ভদ্রটা লড়ে -
সে প্রতিবার লড়াইয়ে হারে ।


ষাঁড়ের লড়াই হয় আরপার !
হয় জান মাল ছারখার- সবার ,
সব নলখাগড়া, বেজো ঘাস -
পেয়ে জ্বালা ! করে হাঁসফাঁস ।


জল কাদার ছোট-ছোট মাছ ,
তারা কষ্টে, প্রাণ সঙ্কটে আজ !
বন্দ লড়াইয়ে কে করে মানা ?
বাকি ক্ষুদ্র তুচ্ছ, নিরুপায় জানা !


জগতে এ ঘটনা, ঘটিছে নিত্য -
এর সমাধান নেই, জানা- সত্য ;
হা-হুতাশে ভাবনা ভরা মাথে ,
মরা-বাঁচায় এমনি ধারা সাথে !


(ইং-১৭-০৫-২০১৮)-ব্যাঙ্গালোর
*-নলখাগড়া, ব্যজো বা বেজো, > ঘাস জাতীয় তৃণ বিশেষ ।