গায়েতে জুত, বুদ্ধির ঢেঁকি !
মন করে নিসপিস্ ।
পেশীবলের দম্ভে লাফালাফি ,
ষাঁড়মুখো সে চিজ্ !


লড়াই এর ধরণ নানা প্রকার
যে চায় যেমন ধারা ,
দ্বন্দ্বের সার নিষ্ফলা, হাহাকার
লড়াইটা প্রাণকাড়া ।


ষাঁড় করে না আপসোস তারা
উল্টো আনন্দ, রোষে
মূর্খের সাথে হাতাপাই ঝগড়া
দর্শক তারা হাসে ।


ষাড় কম না জেতার তরে
সিং বাগিয়ে ঘোরে ,
জন নজরে সবার অন্তরে
ছিছি ভাবনা ভরে ।


(ইং-২৫-০৮-২০১৯)