সুখ চাই ,যতো ভয় পথের কাঁটা !
জ্ঞান চাই, আহরণে করি না চেষ্টা ,
সংসারে কর্ম মাঝে শিক্ষারা পড়ে
ফোনেই যেন জ্ঞান, খুঁজি না নড়ে ।


সব চাই ঘর ভরা, আলাদীন চিরাগ
সরে যায় সুঅবসর হই না অবাক ।
বাতাসে পাই না আর সুমিষ্ট সুবাস
মনটা বড়ো ভাবুক উন্মুক্ত আকাশ ।


পাখীরা নীড় ছাড়া, ডাকে না আর
জানিনা সমাজে কেন এত হাহাকার ?
শূন্য ভাঁড়ারগুলি কারা এসে ভরে
চাষীরা বারোমাস কেন খেটে মরে ।
বাড়িছে অসন্তোষ ,ক্রোধ দাবানল -
মুঠোফনের রূপ-গুণে সব হয় জল ।


(১১-১০-২০২০)