সাগর-জল শুখিয়ে পরে ,
রেখে যায় নুন ;
কত কলি অফোটা হয়ে
নিঃস্ব হয় ভ্রূণ !


কত গান গ্রামের পথে
নিঃশেষ সে সুর ,
কবির কত কাব্য- ভাব
হয় না সুমধুর ।


কত মাতার কর্ম, সেবা  
শিশু কোলে নিয়ে ,
সহ্য করে ক্ষুধা, যন্ত্রণা
রাত গত, শুয়ে ।


গরীব-দুঃখী সমাজ-কর্মী ,
উপকারী বন্ধু ;
তারিফ নেই কোন কালে
মান, মাত্র বিন্দু !


কত গুণী অশেষ ক্লেশে
ছেড়ে যান জ্ঞান ,
তা’, অনাচারে অবহেলায়
করি প্রত্যাখ্যান ।


(ইং-১৮-১০-২০১৮)