বাঁচা ধুঁকে ধুঁকে হাজার কষ্ট বুকে ,
ভরা সংঘাত, জীবন চলে দুখে -
দেখি বৈচিত্রে বিপুলতায় তামাশা ,
এ স্বাধীন দেশে সুখরে করি আশা ।

কে করে আজ শুভ কাজে মানা ?
যদিও ভরা দেশে কোটি বিজ্ঞজনা ।
প্রতিব্যক্তি ডুবে আছে অস্থিরতায়
জল- আজি মাথার উপরে গড়ায় !
আজ না হয় কাল ভরিবে জঞ্জাল
ঘনাবে এ সমাজে, শীঘ্র আকাল !


দেশ মঙ্গল তরে ভাবনা চাই আজ-
একার বলে চলে না কোন সমাজ ,
নিষ্ঠা ও দায়িত্ব সহ দরকার কাজ -
ভুলে বিভেদ, অহংকার ,স্বার্থ লাজ ।


মানবের অজানা ক্ষতির জড়সূত্র ,
তা’ গবেষণায় করা হোক একত্র ।
এ বিপদে উদ্ধারিতে পারে মানুষ ,
চাই আত্মত্যাগ, সুষ্ঠু বিবেক হুশ ।


(ইং-১০-০২-২০১৯)