খারাপ বা ভাল উভয় গুণধর
ছোট্ট , কিন্তু অসীম শক্তিধর ,
অপগুণে তার সীমা খরতর
কত অভাবিত করে সংহার ।


জ্বালাতে ওস্তাদ দিগদিগন্ত ,
পাবকে পুড়িয়ে করে সর্বশান্ত ;
নিজে যায় মুছে, নিশ্চিহ্ন বিলীন
রেখে যায় তার কর্ম মলিন ।


সদগুণে যদি সে চালিত হয়
সে সেরা উপকারী এ বিশ্বময় ।
তার এক-এক স্ফূলিঙ্গ- চিঙ্গারী
আঁধার যুগের বিপ্লবী ! কার্য্যকরী ।


      (০২-০৬-২০২১)