মানুষ ফলে না গাছে ,
অমৃতের সন্তান, সে মহান, স্বর্গের চাইতে ।
কেন তারে পিছে টানা ! অমঙ্গল-অহিতে ?
একটু ফস্টিনষ্টি চাই পাছে ,
দিন কাল ভাল না !ভালর স্বাদ আর নয় কাজে ।


কারা শুধু খোঁজে মনুষ্য দোষ !
হোক না বজ্জাৎ,মাতাল, তড়িবাজ হাতেনাতে ,
নিন্দুক নিন্দায় মত্ত , আশীর্বাদ দেয় না মাথে ।
সুধী জন অপয়া, করে আপসোস ,
অকাজে জ্ঞানীগুণীর দেখ আদিখ্যেতা রোশ !


বংশ গৌরব দেখাতে চায় তারা
নূতনের সন্ধানে জেনে শুনে অঘটন ঘটায় ,
এ সমাজ, ধারায় বাঁচে, নবরূপ ভাবনায় ।
চল মত্ত, আদর্শ- আজেবাজে ভরা ,
মেলে উপদেশ, জ্ঞানশিক্ষা, তবু পথ হারা ।


(ইং-২৩-১১-২০১৯)
> আজ অসীম বিদ্বানের বাস, অজস্র জ্ঞান ও উপদেশ, তবু অপগুণ ,দোষ কমছে না !
এসব ব্যঙ্গে বলা , মনে হয় এই অপকাজ মানুষের পছন্দ , 'যুগের ধারা" ।