মনকে জেনে জীবন প্রবাহে এক উপায় -আদর্শ চিন্তন ,
বেঁচে থাকার মুখ্য মান-আত্মসুখ, একমাত্র দেখি সে মন ।
কি চিন্তা মননে মন হবে না বলহীন, হারাবেনা ভারসাম্য ,
কি দিশা ধর্ম ধারণে ঘনাবেনা অঘটন, সুখী আরো ধন্য ।


চঞ্চল মন যেন ক্ষণপ্রভা, স্থায়িত্বে স্থান অতি যে অমিল
আচার নীতির বন্ধনে নয় বাধ্য, নয় ভরসায় আস্থাশীল ।
যুগের হাওয়া, পালে চলে নাও ,বায়ুগতির গরজে তায় ,
অশেষ কষ্টে দাঁড় টেনে টেনে শেষে, মাঝির- পরাজয় ।


অহরহ নব ঘটনা ঘটিত, বাড়গতি নকলে জীবন শেষ ,
চাহিদার তরে সজাগতার অভাব, ঘোচে না মনের ক্লেশ ।
কোথায় গন্তব্য ,কোথায় প্রস্থান ,মনের নেইকো ঠিকানা -
দাপিয়ে ঝড়-প্রবাহে একূল ওকূল, চলে দামাল ভাবনা ।


(ইং-২৯-১০-২০১৯)