নেতা, আতরে লেপিয়া, বদনেরে  -
বসিয়া আরাম কেদারে ,
আধো-আধো ঘুমে, পড়ে ঢুলে-ঢুলে -
টেবিলে দু’টিপা তুলে ;
তবু, চিন্তিত নেতার, চিন্তন চলে -
ভাবনা দেশের মূলে !


তুচ্ছ মাছিরা করে, মহাবিরক্ত ,
ধ্যানে ব্যাঘাত যে ঘটে ;
আবার ভাবেন, এরা না থাকিলে-
দেশ চলে না বটে !
নেতাদের ওরা যে চির প্রিয়জন -
অভাবে ঘ্যান-ঘ্যান করে ,
ওদের জন্যই যে বাজেট বাড়ে !
আসে টাকা উড়ে-উড়ে ।


মাছিরে যদি করি শেষ, সমূলে ,
ধরে, কারে করি আশ ;
ওরা আছে বলে, মন খুলে করি -
দেশে রাজনীতির চাষ !
ওরাই আমার পরমোপকারী বান্ধু ,
ওরাই দানে আশ্বাস ;
ওদের জন্যই চলিছে আমার -
বংশক্রম, বসবাস !


ওরা শেষ হলে, আমার দশা কি !
স্থান হবে কোথায় ?
নরক ও পাব না, দৃঢ় যে বিশ্বাস -
চিন্তা বাড়ে মাথায় !!


(ইং-০৫-০১-২০১৮)