বিশাল দেশ ,বৈচিত্রময় গণবেশ
    নাটক-নাচে-গানে-খেলায়
   গলে শোভে সুগন্ধি মালায়
কত না রকমারি উন্নতির পরিবেশ ।


নীরবে সৎপথে, ক্ষত-গ্লানি সাথে
       ধূলোয় পড়ে রাস্তায়
       দিন আনা দিন খায়
ভরা হাহুতাশ, ঝুট-ঝামেলা মাথে ।


এদিকে স্বার্থপরতা অগণিত নেতা
        গুঁছিয়ে হাঁড়ি কাঠ
        প্রচুর শাহী ঠাঁটবাট
ওঁরা পায় খুঁজে, উন্নততর সব পন্থা ।


দেশ চায় উদ্ধার, ভাষণ জোরদার
      শোষণ মোহজাল সৃষ্টি
      নির্মম শকুনচক্ষু- দৃষ্টি ,
অবশেষ বাকিটুকু আগে চাই তার ।


(৯-০৩-২০২১)