প্রচণ্ড খরা তায় দাবদাহ অধিক !
প্রাণীকুল ছুটিছে হন্যে ! দিগবিদিক ,
তেষ্টায় অহরহ জীবনজল যাচনা -
কোন জীব যে জল ছাড়া বাঁচে না !
ব্যাকুল নয়নে পলকহীন চাহনী ,
কবে যে শীতল হবে দগ্ধ- ধরণী !
কষ্টে কত না চাতক ডাকাডাকি -
শূন্য উদাস বদন, সব যেন ফাঁকি !


আকাশে ঘটে আশার সঞ্চার -
টুকরো সামান্য মেঘ, দেখা তার ,
ভরসায় ভরে মন ,শীতল পবন -
ক্ষণে ঝরিবে জল, যখন তখন !


আশা, গরীবের প্রতি ভোটকালে -
এবার যেন সুখ ভরে, তার ভালে ।
সে শোনে দরদী বাণী, দিয়ে মন -
প্রতি নির্বাচনে উদয়ে ভবতারণ !
বুকে শত ভরসা-আশা- বাঁধে ,
এবার ফলাবে ফসল, মনঃসাধে ।


ঐ বুঝি এলো মেঘ ভরা জল -
এবার দুখী সংসার হবে সচল ,
বোঝে না কোথায় আছে কমি -
তারা তো মাত্র, ভরসার- কর্মী ।
জানে ঝরাতে, অঝোরে ঘাম -
চায় মাত্র খোরাকে রুটির দাম !
জানে না ব্যবস্থায় চালাতে দেশ ,
তাই বলে হবে ? এ নিঃস্ব বেশ !


(ইং-২১-০৪-২০১৮)-ব্যাঙ্গলোর