মানুষের দিমাগ বড্ডো তরতাজা ,
আখাড়ায় ভালবাসে কল্কে গাঁজা ,
ক্ষণিক হয় রাজা, পেয়ে সে মজা ,
তাইতো যুদ্ধ,-রাজা আর রাজা ।


জন্তুরা মূর্খ-অজ্ঞ, চায় না বিপদ ,
অকারণ টানে না কোন আপদ ।
মানে না মানব তার নিয়ম বন্ধন -
সর্বস্তরে অপকাজ যখন তখন ।


মানব সে পাকাপোক্ত, ধর্ম নিয়ে
ভালোরে দেখে না দু’চোখ দিয়ে ।
জানে, দয়ার মালিক সদয় সবার ,
তাঁর বড়ো দায় করিতে উদ্ধার !


সব দুর্বৃত্তের চলন সপাট সোজা ,
মর্তে পায় না অপকর্মের সাজা ;
অকারণ সমাজে বাড়ায় সংঘাত ,
গর্বের ভাবনা বংশে অভিজাত ।


(ইং-০১-০১-২০১৯)