অঢেল টাকা ঢালো ভোট কাজে ,
পুনঃ তোলো ঘরে অসতে মজে !
যোগাড়ে নাও, ছলনায় যত্ন -
গড়ে ওঠ দেশে, এক নবরত্ন !
এ ধারনা মানো, সততঃ মনে -
এ ব্যবসা বৃদ্ধিতে, আগের ধনে ।


কত খড়কুটো পোড়ও সময়ে
পার পাও কতনা বিরোধ জয়ে ,
ঘরে-ঘরে ভ্রমন ,হাত জুড়িতে ;
প্রবীণ পদে হয়, মাথা ঠুকিতে !
জয়েতে কত না , জল ঘোলা ,
জুতো ক্ষয় আবার, অতি মেলা !
দানিতে হয় প্রচুর রঙিন জল ,
টাকা উড়াও, কাবু করিতে খল ।


জ্ঞানীর উপদেশ, সত্য শিক্ষা -
আসিবে সুদিন, করো প্রতিক্ষা ।
বাড়িবে সে মূলধন, সহস্র গুণ !
তুমি দক্ষ, রাজনীতিতে নিপুন ।
মানব জনমের শ্রেষ্ঠ সে কাজ ,
শুধু যদি সুযোগে- পাও,- রাজ !


আদা জল খেয়ে কাজেতে তাই -
সবে প্রেমে ডাকিবে, নেতাভাই !
এছাড়া জুৎসই আর কম্ম নাই -
পদ পেয়ে খুব খাও, রসমালাই !


(ইং-১৮-০৪-২০১৮)-বেঙ্গালুরু