রূপেতে বাগান শোভে, সবুজ অভ্যুন্নতি
গাছ ভরা কুসুমে-সমাহার ,
প্রজাপতি, মৌমাছি, ভ্রমর বেড়াবে মাতি ;
পাখীরা কলরবে একাকার ।


মালীর প্রচেষ্টা অসীম ধৈর্য্য, তদারক ,
তার ইচ্ছা উত্থানে উন্নততর ;
সে ঋতু শীত-গ্রীষ্ম, দুর্যোগে কর্ম যোগ ;
সাজায় বাগান অতি মনোহর ।


দেশকে ও গড়া সম্ভব- সুন্দরে জন-বাগ
জয় নিশ্চিত ,সমবায় চেষ্টায় ,
উজান ধারায় রাখিতে তারে পৌষ মাঘ ;
নিঃস্বার্থ ত্যাগ মনোভাবনায় ।


ঘুণের ক্ষত, অকাজের ডালপালা- কাটাই ,
সময়ে ব্যবস্থার প্রয়োজন -
উত্তম সার-বীজ-ঔষধ, আগাছা ছাঁটাই ;
আগে পায় বেড়ে ওঠা জীবন  ।


(ইং-১৪-০৮-২০১৯)