ঝড়-বন্যা-ভূকম্প, এ-যে প্রলয় !
অসময় প্রাণহানি, সীমাহীন-ক্ষয় ,
ঘটিত ঘটনার ,অজানা তার খবর -
রেখে যায় চিহ্ন বিভৎস, ঘনঘোর ।


রাহাজানি, লুটপাট, নষ্টলীলা, দাঙ্গা ,
অবলা লাঞ্ছন, অপবিত্র করা গঙ্গা ;
যুদ্ধ-ধ্বংস ! এমত যোগ কাজে -
মানুষ যদি মাতে , সকাল সাঁঝে ,
এ কুৎসিত দৈন্যতা ভরা বিচার –
কি করে নিরীহ বাঁচে সচরাচর ?


ঢেউ, উত্তাল মারমার কাটকাট ,
মিথ্যা জ্ঞান-নীতির-কর্ম, ঠাটবাট !
বিষাক্ত করেছে আজ হৃদয় ভূমি
ঘেরা হিংসা-দ্বেষ, দিবস-যামী ।


ধারণা শুদ্ধ পথ, স্বার্থে বাঁচা একা -
ভাবনা পোষা নয় ? অসত্য ধোঁকা ?
কী চায় মানুষ, লভিতে এ ধরায় ,
কেন খোঁজে না, রাস্তা সাম্যময় ?


অমানুষ নয় ! হবে আদর্শ মানুষ ,
সহনশীলতা যুক্ত, মুক্ত কলুষ ।


(ইং-১৩-১০-২০১৮)